পিন্টু – ঠিকই বলেছিস সময় কিন্তু ঘুরে ফিরে আসে –
ঐ সময় এক সেট বানাতে যেমন ৫/৬ লাখ টাকা লাগত এখন ঐ সেট ই বানাতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা লাগে –
ঘটনাটা ঘটনাক্রমে বললাম এইজন্য যে কাসেম ভাই এক সময় আমাদের জন্য করেছেন ॥॥॥
Written by Dr Shariful Islam
Saturday,20 April,2024
মানুষের স্বভাব হয়ে গেছে হা হুতাশ করা , একটু গরম পরলে বলে গত ১০০ বছরে এই রকম গরম পরে নাই , আবার একটু শীত পরলে বলে গত ২০০ বছরে এইরকম শীত পরে নাই !
বৈশ্বিক তাপমাএা ১ ডিগ্রী বেড়েছে সন্দেহ নাই তবে আমি ছোট বেলায় দেখেছি চৈএ মাসে জমির মাটি ফেটে চৌচিড় হয়ে যেত ! ফজলু , আবু তাহের (দুই জোড়া গরু) গরু নিয়া হাল চাষ করার জন্য জমিতে যাইত , কম রৌদ্র থাকলে দুপুর ১/২ টার মধ্যে চলে আসত আর বেশী রোদ বা গরম থাকলে ১০/১১ টার মধ্যে চলে আসত -কাঠ ফাটা রোদে আমরা পাটি বিছাইয়া ঘরের পেছনে গাছের নীচে পাখা বানানো ( আম্মা অথবা শেফালী আপা সুতা দিয়া বানাইত) অথবা তাল পাতার পাখা দিয়া গভীর নিদ্রায় যেতাম ।অর্থাৎ প্রকৃতিকে মানিয়ে নিতাম এখনকার মত হা হুতাশ করতে দেখতাম না বয়স্কদের ॥
আমি আমাদের পরিবারের সবাইকে দেখেছি এই গুনটা আছে , আমাদের আশেপাশে বিশেষ করে ফেইসবুকে ঝড় উঠাচ্ছে কি যেন হয়ে গেল !! সৌদি আরবে দেখলাম দুপুর বেলা একটু কম বের হয় তাছাড়া চলাফেরায় তাদের মধ্যে একটা তৃপ্তি এবং স্বাচ্ছন্দে চলাফেরা করে ॥
ভাইছার পরে আমি আর শিউলী আপা ই এইসব অভিজ্ঞতার কথা বলতে পারব –
সবার সাথে শেয়ার করলাম