পিন্টু – ঠিকই বলেছিস সময় কিন্তু ঘুরে ফিরে আসে –
ঐ সময় এক সেট বানাতে যেমন ৫/৬ লাখ টাকা লাগত এখন ঐ সেট ই বানাতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা লাগে –
ঘটনাটা ঘটনাক্রমে বললাম এইজন্য যে কাসেম ভাই এক সময় আমাদের জন্য করেছেন ॥॥॥

Dr shariful Islam

অসাধারন বাহার’দা !

শিউলি আপার বিয়ের প্রাক প্রস্তুতি বিষয়ক এ তথ্য
আমি জানতাম না!

তবে ছোটবেলা যখনই ঢাকা আসতাম আম্মা ও আমরা কলাবাগানের বাসায় উঠতাম; ফুফুর ঐশ্বর্যময় চালচলন, কাশেম ভাইয়ের আভিজাত্যময় চলন, আম্মার সাথে সবার সম্মানপূর্বক আতিথেয়তা আমার এখনও অস্পষ্ট মনে আছে… ওগুলো ভুলবার না !

আমাদের সকল ফুফুরাই আমাদের মন ঊজার করে ভালবেসেছেন… আল্লাহ ওনাদের জান্নাতের সুশীতল ছায়ায় স্হান দিন !

এগুলো আপনি এখনো ধারন করে আছেন বলেই আপনি অনাবিল প্রশান্তি পান !

আমরা কেউ যেন আমাদের নাড়ির উৎস ভুলে না যাই!

বাহারদা আপনাকে শত সহস্র সালাম

Masih Uddin Iftekher

Written by Dr Shariful Islam

Saturday,20 April,2024

আমাদের কাসেম ভাই হাসপাতালে ভর্তি দেখতে গিয়েছিলাম , lung এ পানি আসছিল এখন একটু ভাল । ভাবী , সোহেলের বউ , সোহেলের খালা গত এক মাস যাবৎ হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে , প্রচুর টাকাও খরচ হচ্ছে , এইজন্য আমি দেখতে গিয়ে ৫০০০০/ টাকা দিয়ে এসছি -আল্লাহ সুস্থ্য করে তুলুক ।

একটা ঘটনা বলি –

আব্বার ইনকাম প্রচুর থাকলেও খরচ করত বেসামাল , যার জন্য পিন্টুর মার যখন বিয়ে ঠিক হয় পুরা সেট ( স্বর্ণের)দিতে গেলে জমি বিক্রি করা লাগে ।

পরে আম্মা , রেজু ভাই , আর আমি কাসেম ভাইয়ের বাসায় আসি টাকা হাওলাত নেয়ার জন্য ।আমার মনে আছে কাসেম ভাইকে আম্মা বলার পর উনি বললেন ঠিক আছে মামী টাকা নিয়ে যান কত লাগবে ?

আম্মা বললেন সাড়ে ছয় লাখ টাকা লাগবে , এই টাকা নিয়া নিউমার্কেট থেকে আম্মা স্বর্ণ নিয়ে পিন্টুর মার বিয়ের দিন ধার্য্য করে ।পরে অবশ্য কাওছার ভাই অনেক বৎসর পর এই টাকা পরিশোধ করেন ॥তারপরেও কৃতজ্ঞতা থেকে এইটা করা –

পিন্টু – ঠিকই বলেছিস সময় কিন্তু ঘুরে ফিরে আসে –

ঐ সময় এক সেট বানাতে যেমন ৫/৬ লাখ টাকা লাগত এখন ঐ সেট ই বানাতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা লাগে –
ঘটনাটা ঘটনাক্রমে বললাম এইজন্য যে কাসেম ভাই এক সময় আমাদের জন্য করেছেন ॥॥॥