পিন্টু – ঠিকই বলেছিস সময় কিন্তু ঘুরে ফিরে আসে –
ঐ সময় এক সেট বানাতে যেমন ৫/৬ লাখ টাকা লাগত এখন ঐ সেট ই বানাতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা লাগে –
ঘটনাটা ঘটনাক্রমে বললাম এইজন্য যে কাসেম ভাই এক সময় আমাদের জন্য করেছেন ॥॥॥
অসাধারন বাহার’দা !
শিউলি আপার বিয়ের প্রাক প্রস্তুতি বিষয়ক এ তথ্য
আমি জানতাম না!
তবে ছোটবেলা যখনই ঢাকা আসতাম আম্মা ও আমরা কলাবাগানের বাসায় উঠতাম; ফুফুর ঐশ্বর্যময় চালচলন, কাশেম ভাইয়ের আভিজাত্যময় চলন, আম্মার সাথে সবার সম্মানপূর্বক আতিথেয়তা আমার এখনও অস্পষ্ট মনে আছে… ওগুলো ভুলবার না !
আমাদের সকল ফুফুরাই আমাদের মন ঊজার করে ভালবেসেছেন… আল্লাহ ওনাদের জান্নাতের সুশীতল ছায়ায় স্হান দিন !
এগুলো আপনি এখনো ধারন করে আছেন বলেই আপনি অনাবিল প্রশান্তি পান !
আমরা কেউ যেন আমাদের নাড়ির উৎস ভুলে না যাই!
বাহারদা আপনাকে শত সহস্র সালাম
Written by Dr Shariful Islam
Saturday,20 April,2024
আমাদের কাসেম ভাই হাসপাতালে ভর্তি দেখতে গিয়েছিলাম , lung এ পানি আসছিল এখন একটু ভাল । ভাবী , সোহেলের বউ , সোহেলের খালা গত এক মাস যাবৎ হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে , প্রচুর টাকাও খরচ হচ্ছে , এইজন্য আমি দেখতে গিয়ে ৫০০০০/ টাকা দিয়ে এসছি -আল্লাহ সুস্থ্য করে তুলুক ।
একটা ঘটনা বলি –
আব্বার ইনকাম প্রচুর থাকলেও খরচ করত বেসামাল , যার জন্য পিন্টুর মার যখন বিয়ে ঠিক হয় পুরা সেট ( স্বর্ণের)দিতে গেলে জমি বিক্রি করা লাগে ।
পরে আম্মা , রেজু ভাই , আর আমি কাসেম ভাইয়ের বাসায় আসি টাকা হাওলাত নেয়ার জন্য ।আমার মনে আছে কাসেম ভাইকে আম্মা বলার পর উনি বললেন ঠিক আছে মামী টাকা নিয়ে যান কত লাগবে ?
আম্মা বললেন সাড়ে ছয় লাখ টাকা লাগবে , এই টাকা নিয়া নিউমার্কেট থেকে আম্মা স্বর্ণ নিয়ে পিন্টুর মার বিয়ের দিন ধার্য্য করে ।পরে অবশ্য কাওছার ভাই অনেক বৎসর পর এই টাকা পরিশোধ করেন ॥তারপরেও কৃতজ্ঞতা থেকে এইটা করা –
পিন্টু – ঠিকই বলেছিস সময় কিন্তু ঘুরে ফিরে আসে –
ঐ সময় এক সেট বানাতে যেমন ৫/৬ লাখ টাকা লাগত এখন ঐ সেট ই বানাতে ৫০ লাখ থেকে এক কোটি টাকা লাগে –
ঘটনাটা ঘটনাক্রমে বললাম এইজন্য যে কাসেম ভাই এক সময় আমাদের জন্য করেছেন ॥॥॥